বাংলা কবিতার একটি ব্লগজিন ...প্রবীণ ও নবীন কবিদের মেলবন্ধন ঘটানোই এই ব্লগের উদ্দেশ্য। নতুন শতাব্দীর প্রথম দশকটিও অতিক্রান্ত হলো। আমরা চাই, বাংলা কবিতার চলমান ধারাটি এখানে স্পষ্ট হয়ে উঠুক। প্রচুর কথাবার্তা হোক কবিতা নিয়ে। নিছক কবিতা প্রকাশ নয়, কবিতা নিয়ে আলোচনা হোক মূল উদ্দেশ্য। আপনার সদ্য রচিত কবিতাটি পাঠিয়ে দিন এই ঠিকানায় : kajalsen1952@gmail.com , anupam_gtl@yahoo.co.in , anupamkajal@gmail.com। কথা বলুন : ০৯৮৩৫৫৪৪৬৭৫ / ০৮৯৬৭৩১৫৭০৬।
ei post-e ekhon obodhi sorbochcho sonkhyok kobtaa raakha holo . er ektaa bipod aachhe . seta holo sob kobita onekei porben naa .
ReplyDeleteei bipod ... aamar dhaarona ki mithyaa hote paare naa ?
etului saahos .
আশঙ্কাটি অমূলক নয়। তবে এক মাসের জন্য কবিতা কিন্তু খুব-ই কম। নিয়মিত পাঠকের কাছে ক্ষিদে মিটবে না। আসুন না এক দিনে যদি একটি করেও পড়ি।
ReplyDeletevalo laglo.jara porber thiki porben vai anupam.protiti kobitai nijassatay barnomoy.anupam er lekha dharalo hochhe o bak bodlachhe.anupam 0 dasaker sabchey porisromi o nisthaban kobi.amar mugdhota janalam.
ReplyDeleteAnupam, ami kobita-ta paltatey partam ekhaney okhaney. tomar nojor tow khub clear and fine. tao ami paltam-na, hoyto porey konodin paltabo ektu.
ReplyDeletetobe chhapay ektu bhuul hoyechey - ota 'Oly Pub', 'Oly Park' noy..parley change korey dio.
ar 4th stanza-y prothom shobdota 'ekhono', 'ekhon' noye...
ReplyDeleteAnupam-er kobita-ti ami agey poRechi...last 2 line awtol joler tolay duubey thaka gaan...awshomvob bhalo.
Shob kobitai bhalo laglo praye...Palash ar Ishita-r lekha biseshoto
souvik ,
ReplyDeletepark hoe gelo pub . tobe aarekta vul theke gelo . aar kichhu koraar nei .
chhapakhana-r bhoot . :-o
ekhaane 2 baangla-r kobira eksonge likhlen ... kothae tnaara swatontro bhukhonder katha sonaalen keu ter pelen ki kichhu ? kothaao ki mone holo 2 banglae kobita 2t aalada khaat-e boichhe ?
ReplyDeletesobgulo kobita sukhpaththo. Dairy o polash day er kobita ta beshi valo laglo
ReplyDeleteshuvecha
mriganko tomar lekha valo laglo. valo laglo indranil er lekhao . barindar emptymona ananda dilo . indranil er id-ul-fitar prasangata ekhon0o dharte parini , chestai thaklam . apnara chaile dharie dite paren amay...
ReplyDeleteসৌভিক
ReplyDeleteএটা ঠিক হল না । তুমি কী করে জানলে যে 'অলি পাব'ই জিন-টনিক কামিনীদের প্রথম প্রেমিক? তাও আবার যাঁরা স্বাধীনতা চেয়েছিলেন! নাহ, তোমার অভিজ্ঞতাকে প্রসারিত করো । আরও নানা ঘাঁতঘোঁত আছে হে কলকাতায়। একদিন রাতে একা-একা বেরিয়ে পড় কলকাতার রাস্তায়, সারাটা রাত । সে এক বিস্ময়কর জগত। স্বাধীনতার ওপারেও অনেক-কিছু আছে, যার খোঁজে বহু মহিয়সীরা পথে বেরোন। জাস্ট গিভ ইট এ ট্রাই।
মলয়দা
Anupam apnar pathano link tae ajj kobita gulo porte parlam....khub khub bhalo lagchilo porte...sobai ke suvechha janiye agami lekha gulor opekhhaye thaklam....
ReplyDeleteMalay-Da, thiky..Kolkatar raater rastay ami bohu somoy katiechi...kotokichhu charidikey..:) asoley Oly niye likhtey chaichhilam...:)
ReplyDeleteIndra-r kobita nie ektu boli . ei kobitaar moddhe sommriddhi ebon riktotaa khela korchhe . sei khela aamishgondhi ki ? jaake aamra aatma bole naam dite chaai se kothae thaake ? taar gaaye kono mechho gondho thaakte nei ?
ReplyDeleteId Ul Fitr ... Bhaskarjyoti vaalo proshno tulechhe keno etaa elo . aamar mone hoe prothomoo dhbonigun . aar dwitioto ... Id holo Utsav ... Id holo end of Fasting ... vor theke sondhye obodhi j ek maase upobaas ta ses holo ...
kintu khoraak kothae ... nijer obosistaangso theke nijeke khnuje paoa ... tobe to festivity ... tobe to ullaas ...
sei kaanna ...
aar oborodh ... sei katha jaa nijer kothae holo ! onyoder kathagulo ...
kothae sei gontbyo kathamala ... jekhane ruupkatha chhnue aachhe ...
nijer kaabyik awchoritarthota-k kemon fotaano ... nijer priyo kobitati likhte cheye kaanna ...
amar kachh ei ... good work Indra !
bhai anupam
ReplyDeletekabita jaar hoy taar hoye jai.amra aalochona kori,seta
amader samridhha kare,kabikeo hoyto...kabita er madhey
nei.jano kothay?thikanata bolbe?
swapan roy
haa haa haa ...
ReplyDeleteaare Shuvroneel , thanks for being a member . kintu bhaai eto sundor chehaara tomaar , sei jaegae ekta niros exclamatory mark ! nijer ekta chhobi laagao aamader potrikae ! tomaake dekhe bismito hobaar sujog daao aamader mohila paathok-der !
ReplyDelete:-)
e porjaye :) valao laglo....ekti kobita, kobita, anupamer 'chap bodol' durdanto uposthaponaye...khub songhoto......souviker 'prothom premik'...swadhinota chaowa kaminider 'haNria' bodhoy prothom pochonder panio!!..(moja korlum) ...bes nemeche kobitati..kajol da ebong Arefi anu-r kobita medjukto vari legeche...kijani ami nije boddo kuNre bolei hoyto...ar kar kar orlam jyano!!!
ReplyDeletepore bolchi..
kalimatir ei poster besirvag lekhok porichito...bisesoto virtual jgote jader dekhi, ekta gondir, ebong obak kando!! comenteo tader songhyadikkho - eta bes mojar...
;) Indranil, ami sarajibon hNaRia-khor kaminider khNuje gechi, kintu shobai red wine-er gelas cheyechey...
ReplyDeleteভালো লাগল কবিতাগুলো। বিশেষ করে ডায়েরী,হারানো আঙুল,লেট পলাশ আর প্রথম প্রেমিক। অনুপমকে বলি- এখানে প্রকাশিত কবিতাগুলো পড়েই দুই দেশের কবিতার কারেক্টার বা স্বভাব আবিষ্কার করা সম্ভব নয়। বিশেষ করে বাংলাদেশের কবিদের কবিতা। কারণ বর্তমানে যারা নিয়মিত লিখছে বা ইতোমধ্যে প্রতিষ্ঠিত- তাদের কবিতা এখানে নেই। বরং আমি মনে করি এই জায়গাটিকে একটি নিউট্রাল স্টেজ হিসাবে বিবেচনা করা যায় যেখানে শুধু কবিতার নিজস্ব স্বরটিই শোনা যাবে,অনুভব করা যাবে। কবিতাগুলোর দিকে তাকিয়ে কিন্তু এই সংকেতটুকুই পাওয়া যাচ্ছে।সামনে চলুক বাতাস।
ReplyDeleteepar-opar sab ekakar...eigati amake mugdho kare..kabitai dubie rakhe saradin..
ReplyDeleteরোদ্দুরের ছাপ থেকে ছায়ায়?কেন্?দারুণ হচ্ছে ।বন্ধ যেন না হয় ।কবিতা সম্পর্কে কাল লিখব ।আজ মন ভালো নেই ।কারণ নিচে দিলাম ।
ReplyDeleteপ্রণবকুমার চট্টোপাধ্যায়
বন্ধ করে দেওয়া হল পশু খামার নাটকের প্রদর্শন ।কেউ অবাক হচ্ছেন দেখে আমি ও অবাক হচ্ছি এই ভেবে যে এতে অবাক হওয়ার আছেটা কী ।শাসকের এ চরিত্র তো নতুন নয় ।শাসক গোষ্ঠী কোনও দিন সমালোচনা সহ্য করে ন । কোনও শাসক সরাসরি করে কোনও মুখোশধারী পরোক্ষে ।খড়্গ কিন্তু ততটাই ধারালো ।ব্রাত্য বসুর উইংকল টুইংকল এর প্রদর্শন বেশ কয়েক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছিল এই কিছুদিন আগে । তার কয়েক বছর আগে শঠোপণিষদ নামে একটা দীর্ঘ কবিতা লিখেছিলাম এবং কয়েকটি পোস্টার করেছিলাম এই রকম ভাবে “মুখোসধারী মার্কসবাদীদের অবশ্যপাঠ্য” ইত্যদি ইত্যাদি….ব্যস ।সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলা হল ।এতেও ক্রোধ প্রশমিত না হওয়ায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল আমার স্কুটার । যথা রীতি থানা অভিযোগ নিতে চায় নি । বলে রাখা ভাল সে সময়ে আজকের বিপ্লবীরা তথাকথিত মার্কসবাদীদের স্বৈরাচারের বিরুদ্ধে তাঁদের কলম ধরেন নি ।তখন তাঁরা এদের সংস্কৃতির ধারক ও বাহক ভেবে বিভিন্ন পদ অলংকৃত করেছেন । কংগ্রেস জমানায় আমার নাটক রক্তাক্ত এংগোলার প্রদর্শন বন্ধ করে দিয়েছিল তদানিন্তন প্রশাসন ।কাজেই এতে অবাক হওয়ার কোনও ব্যাপার নেই ।শাসকের চরিত্র কখনো বদল হয় না ।
বিদ্রোহীর চরিত্রও বদলায় না,প্রণব। গোল বাঁধে যখন বিদ্রোহীরা নিজেদের বিপ্লবী ভাবতে শুরু করে। খুব ভালো স্যকলন হচ্ছে, অনুপম এবং কাজল। আবু ঠিক বলেছে। দুই বাংলার কবিতা মিলিয়ে দাও।
ReplyDeleteবারীন দা,
ReplyDeleteআপনার কথার উপর কথা বলব সে স্পর্ধা নেই। পরের সংখ্যার লেখা
কবে পাব ?অনুপম কিন্তু খুব ভাল কাজ করছে ।কবিতার জগতে এদের মত নিষ্ঠাবানেরা রয়েছে দেখেনিশ্চিন্ত হওয়া গেল ।আমার প্রণাম নেবেন ।প্রণবকুমার চট্টোপাধ্যায়
হবে প্রণব,হবে। শৌভিক,হাঁড়িয়া খাওয়া রমণীর জন্য সিংভূমে আসতে হবে। জানোনা - কমল লিখেছিলো "সিংভূম পেরিয়ে গেলে কবিতার রম্যভূমি শেষ"-- ওই হাঁড়িয়াই সেই কবিতা। রেড ওয়াইন কাকে বলে ওরা জানে না,মলয়দা এটা ভালো জানেন। উনি লুপুংঘুটুতে দেখেছেন। তাই না মলয়দা? তো ইন্দ্র মাছের কাঁটা আর আমিষের ইদ-উল-ফিতর পড়ে আমার ওল্ড ম্যান আন্ড দি সি মনে পড়লো, সেই উত্সবের জন্য কাঁচকলা। চমত্কার!
ReplyDeletehyan, Barin-Da...:)
ReplyDeleteSNaotal gramey Birbhumey ami hNaRiya khawa romoni dekhechi...
kal BhalopahaR jachhi..apni aschhen ebar ?
nanabidha kobitar rakamfere amar moto kobitanobish-o mantramugdha....
ReplyDeleteami sudhu eta ii bolte chaichhi, j, osadharon bhalo kaaj hochhe .
ReplyDeletekake chhere kaar katha j boli ,
proti ti lekha ii mon chhnue jachhe ..
tomader ei prochesta ke obhinandan janai ..
anupam aar kajol da ke dhonnyobad ..
এ’ভাবে মন্তব্যের একটা অসুবিধা আছে। কোন কবিতা ভাল লাগলে বা কোন প্রশ্ন তৈরী হলে কবির সঙ্গে সোজাসুজি সংযোগ করা যায় না। প্রতিটি কবিতার জন্য একটি ইন্ডিভিজ্যুয়াল পাতা বরাদ্দ হলে, মন্তব্যের অপশন সেক্ষেত্রে পোস্টের সঙ্গে থাকবে। ব্যাপারটা ভেবে দেখতে অনুরোধ রাখলাম। আরেকটি কথা, ফন্ট সাইজ কি বড় করে দেখানো যায় না? বিশেষতঃ বাংলার।
ReplyDelete