বাংলা কবিতার একটি ব্লগজিন ...প্রবীণ ও নবীন কবিদের মেলবন্ধন ঘটানোই এই ব্লগের উদ্দেশ্য। নতুন শতাব্দীর প্রথম দশকটিও অতিক্রান্ত হলো। আমরা চাই, বাংলা কবিতার চলমান ধারাটি এখানে স্পষ্ট হয়ে উঠুক। প্রচুর কথাবার্তা হোক কবিতা নিয়ে। নিছক কবিতা প্রকাশ নয়, কবিতা নিয়ে আলোচনা হোক মূল উদ্দেশ্য। আপনার সদ্য রচিত কবিতাটি পাঠিয়ে দিন এই ঠিকানায় : kajalsen1952@gmail.com ,
anupam_gtl@yahoo.co.in ,
anupamkajal@gmail.com।
কথা বলুন : ০৯৮৩৫৫৪৪৬৭৫ /
০৮৯৬৭৩১৫৭০৬।
anupam, tui eta dharabahik vabe kore jachhis o ei samayer kabita ja hochhe, ja hobe -- tar chamatkar protifalan ghatachhis... jayatu ei blog o ajker amader bangla kabita
প্রথম কবিতাটি কবি যেন লিখতে-লিখতে হঠাত্ থেমে গেছেন। কীজানি.... আমারই হয়তো এমন লাগল!!!! তবে সব কবিতাই কবিতা নয়- হয়ে ওঠবার চেষ্টা... এটাই তো লাগল। ল্তবে ভাল লেগেছে 'ধূলি ধূসরিত 57' ও 'তোমার সদাশিব মুখ।'
সবগুলা লেখা পড়েছি। পড়ার পর একটা জিনিস মনে হইলো - এরকম সংকলন হলে নানা অভিজ্ঞতার সাথে নিজের অভিজ্ঞতা মিশিয়ে নতুন করে ভাবনার দোর খোলার সম্ভাবনাকে তাতিয়ে দিচ্ছে। কবিতা পাঠ করে অনেকেই পণ্ডিতের মতো হয়ে ওঠে। সেরকম পণ্ডিতির কোন চিহ্ন নিজের ভেতর জাগছে না। এই সংকলন যারা করলেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।
chhapakhana-r bhoot pichhu chharchhe naa nijer haateo . 5th post-e Hamida Rahman-er kobita-e vul chhilo kichhu . ei post-e avijit Dashgupta-r kobita-e 'ishwar' hoe gechhe 'ishar' . khawma chaaichhi . otaa chhara r ki chaaite paari 1
ReplyDelete"antir bhnepu theke gachher swor" - bhalo laglo shurutei. ekta onyo rokom onubhob. jeno fele asa kono manusher smriti tar konthoswor bohon kore niye cholechhe...puro kobita tar modhyei ek odbhut maya... ja sorasori dhora dey na. ekta lukochuri khele.kichhu tukro drishyo. kichhu sundor shbdo... "surjer lohit kiron theke renu renu om" ekhane eseo ekta odbhut drishyo khnuje pai... surjer kiron theke ta prothome rup ney renu-r sekhan theke 'om' ushnota! jodi ebhabe bhabi surjer kiron theke o to amra ushnota pai! kintu 'renu'-r rup pelo jokhon ta jeno 'om'! ek onyo rokom ushnota!
ReplyDeleteMale special dekhchi. 50% mohila sangrakkhan bhule gele cholbe na. Ei bhabe domiye rakha jabe na.
ReplyDeleteNa Barinda, amra sabar kachhei kobita pathanor jonnyo anurodh korchhi. Asha korchhi sabai sahojogita korben. Blog-er ei sankhyar kobitaguli samparke apnar abhimat janan.
ReplyDeleteAbhijit Dashgupto,Alok Biswas aar Anupam Mukhopadhyay er lekha bhalo laglo.
ReplyDeletedebasis ei kabita ti sms korechilo...aha,ami natajanu..rajarshi,anupam,manik,kabirul islam kanka,kajal da...valo laglo...valo thakun sabai
ReplyDeleteanupam, tui eta dharabahik vabe kore jachhis o ei samayer kabita ja hochhe, ja hobe -- tar chamatkar protifalan ghatachhis...
ReplyDeletejayatu ei blog o ajker amader bangla kabita
Anupam ar Debasis -er kobita bhalo laglo
ReplyDeletechalte thakuk
ReplyDeleteswapan roy
kichhu paka, kichhu kancha, kichhu adhpaka. jiboneri moto.
ReplyDeleteপ্রথম কবিতাটি কবি যেন লিখতে-লিখতে হঠাত্ থেমে গেছেন। কীজানি.... আমারই হয়তো এমন লাগল!!!! তবে সব কবিতাই কবিতা নয়- হয়ে ওঠবার চেষ্টা... এটাই তো লাগল। ল্তবে ভাল লেগেছে 'ধূলি ধূসরিত 57' ও 'তোমার সদাশিব মুখ।'
ReplyDeleteসবগুলা লেখা পড়েছি। পড়ার পর একটা জিনিস মনে হইলো - এরকম সংকলন হলে নানা অভিজ্ঞতার সাথে নিজের অভিজ্ঞতা মিশিয়ে নতুন করে ভাবনার দোর খোলার সম্ভাবনাকে তাতিয়ে দিচ্ছে। কবিতা পাঠ করে অনেকেই পণ্ডিতের মতো হয়ে ওঠে। সেরকম পণ্ডিতির কোন চিহ্ন নিজের ভেতর জাগছে না। এই সংকলন যারা করলেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।
ReplyDelete